পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পরী (পর্ব - ৮) শেষ

ছবি
  কি এখনো কি জ্বালা করছে তোমার? জিনিয়াঃনাহ একদম সেরে গেছে আমিঃআচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও.তারপর খেতে হবে জিনিয়াঃআমি এখন কিছুই খেতে পারবো না,, আমিঃখেতে পাড়বে না বললে তো হবে না জিনিয়াঃউফফ ভালো লাগে না,,আর কতদিন লাগবে বাচ্চা হতে? আমিঃওমা তুমি জানো না কিছু? জিনিয়াঃআমি কি করে জানবো মানুষের বাচ্চা কতদিনে হয় আমিঃ১০মাস লাগে জিনিয়াঃহায় আল্লাহ এতোদিন আমি থাকবো কিভাবে আমিঃথাকবা কিভাবে মানে? জিনিয়াঃআমি এতোদিন তোমার সাথে থাকতে পাড়বো না আমিঃকেনো আমি আবার কি করলাম? জিনিয়াঃঅনেক কিছুই করেছ নাহ তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই,,আমি গোসলে গেলাম.. জিনিয়া গোসলে চলে গেলো, কিছুক্ষণ পর জিনিয়া বের হলো.. জিনিয়াঃকি হলো অমনভাবে বসে আছ কেনো?যাও তুমিও গোসল করে নাও আমিঃকরবো তার আগে আরো একবার খাবো জিনিয়াঃকি খাবা? কোনো প্রতিউত্তর না দিয়েই আবারো চার ঠোট এক করে দিলাম জিনিয়া এইবার একটু তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলো./ আমিঃকি হলো ছাড়িয়ে নিলে কেনো? জিনিয়াঃবারবার হচ্ছে কি আমার সাথে? আমিঃকেনো বুঝো না,,তখন তোমার ঝাল কমাতে গিয়ে আমার ঝাল লেগে গেছিলো তাই এইবার নিজের ঝাল কমিয়ে নিলাম জিনিয়াঃতবেরে দেখাচ্ছি মজা এইবলে আমার দিকে তেড়ে আ...

পরী (পর্ব - ৭)

ছবি
  আমি কোনো ভাবেই মেনে নিতে পাড়ছি না,,যে আমি মানব সন্তানের মা হতে যাচ্ছি,, আমার নিজের কাছে নিজেকেই ছোট মনে হচ্ছে জিনিয়ার কথা শুনে রাগ উঠে গেলো.. আমি আর ওর সাথে কোনো প্রকার কথা না বলে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম.. আব্বু আম্মুর সাথে কথা বলে বাইরে চলে আসলাম কিছুক্ষণ এদিক সেদিন ঘুরাঘুরি করে ফেরারর সময় কয়েক প্রকারের আচার কিনে নিলাম.. কারণ এই সময় নাকি মেয়েরা সব থেকে বেশি টক খেতে ভালোবাসে.. আমিঃআম্মু জিনিয়া কোথায়? আম্মুঃবউমা তো সেই তখন থেকে রুমেই বসে আছে,, আমিঃআচ্ছা আম্মু ঠিক আছে আম্মুঃতোর হাতে কি? আমিঃঅহহ আচার জিনিয়ার জন্য নিয়ে আসছি আম্মুঃআরে বাহ ছেলে দেখা যায় আমার সব কিছুই জানে আমি আবার জিনিয়ার কাছে এসে বসলাম.. আমিঃএই তুমি এমনভাবে বসে আছ কেনো? জিনিয়াঃতো কি আমি সারা বাসা টো টো করে ঘুরে বেড়াবো?নাকি সারা পাড়া ঘুরে ঘুরে বলবো আমি মা হতে যাচ্ছি আমি মা হতে যাচ্ছি বলতে হবে? আমিঃতুমি এতো রেগে যাচ্ছ কেনো? জিনিয়াঃকই রাগলাম আমি তো শুধুমাত্র আমার মনের ভাব প্রকাশ করলাম.. আচ্ছা আমার মনের ভাব প্রকাশ করলে যদি তা তোমার কাছে রাগ মনে হয় ঠিক আছে আর কথা বলবো না আমিঃআমার সাথে এমন কেনো করছ?যাই হোক এই দেখো তোমার জন্...

পরী (পর্ব - ৫)

ছবি
  নিজেকে বাঁচাতে হলে যে করেই হোক জিনিয়ার সাথে আমার শারীরিক সম্পর্ক করতেই হবে কিন্তু কিভাবে জিনিয়াকে বসে আনবো অহহ আমি তো ভুলেই গেছিলাম জিনিয়া এখন সাধারণ মানুষ কোনো সমস্যা হবে না,, এখন শুধু আমাবস্যা রাতের অপেক্ষা,, পরদিন অফিসে যাচ্ছিলাম জিনিয়াকে না দেখলে কেনো জানি আমার ভালো লাগে না,,তাই জিনিয়াকে ফোন দিলাম জিনিয়াঃকি ব্যাপার আমাকে মনে হয় সবসময় মিস করো তাহলে আমাকে তোমার ঘরেই বউ করে নিয়ে গেলেই তো হয় আমিঃসত্যি তুমি আমার ঘরেই বউ হবে জিনিয়াঃসেটা তো হবে না কারণ তুমি আমার ঘরের স্বামী হবে আমিঃসেটা কিভাবে? জিনিয়াঃআরে জানো না আমরা আমাদের পরীলোকে মেয়েদের অধিকার বেশি ছেলেরা আমাদের কথামত চলে আমি মনে মনে বললাম হুম কিন্তু তুমি দুইদিন পর আমার ঘরের বউই হতে হবে আমিঃআচ্ছা আমি রাখছে আমার লেট হয়ে যাচ্ছে জিনিয়াঃআচ্ছা সাবধানে যাবে আর সন্ধ্যায় আমার সাথে দেখা করে যাবে আমি;আচ্ছা ঠিক আছে দেখা করেই আসবো কিন্তু আমার তো এখন তোমাকে দেখতে ইচ্ছা করছে জিনিয়াঃকিন্তু আমি তো যেতে পারবো না,, আমিঃকেনো কি হয়েছে? জিনিয়াঃআরে তুমি বুঝবে না,,যাও তুমি অফিসে যাও সন্ধ্যায় দেখা হবে তোমার সাথে আমি কল কেটে দিলাম কিন্তু অবাক হলাম অন্য ...