পরী (পর্ব - ৮) শেষ

কি এখনো কি জ্বালা করছে তোমার? জিনিয়াঃনাহ একদম সেরে গেছে আমিঃআচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও.তারপর খেতে হবে জিনিয়াঃআমি এখন কিছুই খেতে পারবো না,, আমিঃখেতে পাড়বে না বললে তো হবে না জিনিয়াঃউফফ ভালো লাগে না,,আর কতদিন লাগবে বাচ্চা হতে? আমিঃওমা তুমি জানো না কিছু? জিনিয়াঃআমি কি করে জানবো মানুষের বাচ্চা কতদিনে হয় আমিঃ১০মাস লাগে জিনিয়াঃহায় আল্লাহ এতোদিন আমি থাকবো কিভাবে আমিঃথাকবা কিভাবে মানে? জিনিয়াঃআমি এতোদিন তোমার সাথে থাকতে পাড়বো না আমিঃকেনো আমি আবার কি করলাম? জিনিয়াঃঅনেক কিছুই করেছ নাহ তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই,,আমি গোসলে গেলাম.. জিনিয়া গোসলে চলে গেলো, কিছুক্ষণ পর জিনিয়া বের হলো.. জিনিয়াঃকি হলো অমনভাবে বসে আছ কেনো?যাও তুমিও গোসল করে নাও আমিঃকরবো তার আগে আরো একবার খাবো জিনিয়াঃকি খাবা? কোনো প্রতিউত্তর না দিয়েই আবারো চার ঠোট এক করে দিলাম জিনিয়া এইবার একটু তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলো./ আমিঃকি হলো ছাড়িয়ে নিলে কেনো? জিনিয়াঃবারবার হচ্ছে কি আমার সাথে? আমিঃকেনো বুঝো না,,তখন তোমার ঝাল কমাতে গিয়ে আমার ঝাল লেগে গেছিলো তাই এইবার নিজের ঝাল কমিয়ে নিলাম জিনিয়াঃতবেরে দেখাচ্ছি মজা এইবলে আমার দিকে তেড়ে আ...